আর্কাইভ থেকে ফুটবল

ইতালির কাছে হেরে গেলো ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল

আর্জেন্টিনায় শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২২তম আসর। উদ্বোধনী দিনেই উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের জয়ে আসর শুরু করেছিল স্বাগতিক আর্জেন্টিনা। অন্যদিকে শুরুটা সুখকর হলো না টুর্নামেন্টটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের।

হারে বিশ্বকাপ শুরু হলো ব্রাজিলের। অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপে পাঁচ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ইতালির কাছে হার মেনেছে সেলেসাওরা। ইতালি জিতেছে ৩-২ গোলে।

রোববার রাতে আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়ামে তিন গোলে পিছিয়ে পড়ার দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী ব্রাজিলের যুবারা। কিন্তু শেষ রক্ষা হয়নি।

ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মার্কোস লিওনার্দো। ইতালির হয়ে জোড়া গোল পেয়েছেন সিজার কাসেদাই এবং একটি গোল করেছেন মাত্তেও প্রাতি।

অন্যদিকে, আর্জেন্টিনায় শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২২তম আসর। উদ্বোধনী দিনেই উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের জয়ে আসর শুরু করেছিল স্বাগতিক আর্জেন্টিনা।

এ সম্পর্কিত আরও পড়ুন