আর্কাইভ থেকে বাংলাদেশ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন মুরাদ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কাছে ক্ষমা চাইলেন সদ্য পদত্যাগকারী প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

আজ বুধবার (৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে ক্ষমা চেয়ে এ পোস্ট দেন তিনি।

এই স্ট্যাটাসের সাথে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেন মুরাদ।

এই স্ট্যাটাসে ডা. মুরাদ লিখেন-

মাননীয় প্রধানমন্ত্রী,পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা,বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা,

আমি যে ভুল করেছি তা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন।আপনি যে সিদ্ধান্ত দিবেন তা আমি সবসময়ই মাথা পেতে নিবো আমার বাবার মতো।

জয় বাংলা

জয় বঙ্গবন্ধু

জয় শেখ হাসিনা।

বিতর্কিত নানা মন্তব্যে জন্য বেশ কিছু দিন ধরে আালোচনায় আসেন ডা. মুরাদ। তার বেশ অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে পড়ে। তার বক্তব্যে সমালোচনার ঝড় উঠে।

এরপর প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। ডা. মুরাদ তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন