সুজিত কুমার বালা হলেন ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান
ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সুজিত কুমার বালা। আগের চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন অধ্যাপক সুজিত কুমার বালা।
সোমবার (২২ মে) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন-১৯৯৬ এর ৭(১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের সদস্যদের মধ্য থেকে সুজিত কুমার বালাকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো।
এছাড়াও বলা হয়, একই আইনের ৯(১) ধারা অনুযায়ী সুজিত কুমার বালা ঢাকা ওয়াসা বোর্ডের পূর্বতন চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
জানা যায়, সম্প্রতি ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান একটি বেসরকারি টেলিভিশনের টকশোয় অংশ নিয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন।
এরপর ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ নিয়ে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের তিনটি ইউনিট বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে গত ১১ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানান।
সবশেষ গেলো বুধবার ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। এরপর সোমবার প্রজ্ঞাপনে নতুন চেয়ারম্যান নিয়োগের তথ্য জানাল স্থানীয় সরকার বিভাগ।