আর্কাইভ থেকে ছাত্র-শিক্ষক

শেখ হাসিনাকে হত্যার হুমকি, বিচার দাবি ইবি শিক্ষকদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম। মঙ্গলবার সংগঠন দুইটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক দুইটি বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।

 

একইসঙ্গে হুমকিদাতাকে অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন তারা। এদিকে বুধবার (২৮ মে) সকাল ১১টায় এই দাবির সমর্থনে মানবন্ধন করবে শাপলা ফোরাম। এর আগে গত রবিবার (২১ মে) এক বিবৃতিতে বিচার দাবি ও রাতে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রলীগ।

 

বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি জাতীয়তাবাদী আদর্শের জঘন্যতম স্পর্ধা। এই ঘটনা এই সত্য প্রতিষ্ঠা করেছে যে বিএনপি ও তাদের দোসররা খুনের রাজনীতি থেকে বেড়িয়ে আসতে পারেনি। তারা বলেন এই হুমকি হচ্ছে তাদের নীল নকশার অংশ।

 

তারা বলেন, যে ভাষায় হত্যার হুমকি দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট যে এটি শুধু একটি অঞ্চলের নিম্নপর্যায়ের কোনো নেতার বক্তব্য নয়, বরং এটি গভীর ষড়যন্ত্রের অংশ ও তার বহিঃপ্রকাশ। কারণ তারা অতীতেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা করেছে; ঘটনার নায়কদের সকল ধরনের স্পন্সর দিয়েছে। এমনকি এই দলটি বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল।

 

নেতৃবৃন্দ এ ঘটনার বিচার চেয়ে বলেছেন, যে রাজনৈতিক দল এই ধরনের ভাষার প্রয়োগ করে সে ধরনের রাজনৈতিক দলের এদেশে রাজনীতি করার সুযোগ আছে কি না, সেই কথাও ভাবার সময় এসেছে। তারা বলেন বঙ্গবন্ধুকন্যাকে হত্যার যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে। তারা ঘোষণা দেন জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুকন্যাকে রক্ষার চেষ্টা করা হবে। তারা হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান।

 

শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত পৃথক এক বিবৃতিতে বলা হয়, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা ও বঙ্গবন্ধু-পরিবারকে ধ্বংস করার উদ্দেশ্যে গতীর ষড়যন্ত্রের অংশ। চিরচেনা একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এখনো যে খুনের রাজনীতির উপর দাঁড়িয়ে আছে ঘটনাটি তা আবারো প্রমাণ করলো।

 

শাপলা ফোরাম মনে করে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে তখন উপযুক্ত স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের হত্যার রাজনীতি সফল করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। বিবৃতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানানো হয়। এই দাবীর সমর্থনে বুধবার (২৪ মে) বেলা ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে তারা।

 

এর আগে গত রবিবার (২১ মে) হুমকির ঘটনায় বিবৃতি দেয় শাখা ছাত্রলীগ। এতে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষর করেছেন। পরে রাত সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সহ-সভাপতি তন্ময় সাহা টনি সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন