আর্কাইভ থেকে ক্রিকেট

বালিশ নিয়ে এলেন, বালিশ বুকেই ঢাকা ছাড়লেন রিজওয়ান

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়ার পরই বাংলাদেশে সিরিজ খেলতে আসে পাকিস্তান। এ সময় দলটির উইকেটরক্ষম কাম ওপেনিং ব্যাটার মোহাম্মদ রিজওয়ান সঙ্গে একটি বালিশ নিয়ে আসেন। শুধু তাই নয় নিজের প্রিয় বালিশ নিয়ে নিজ দেশ থেকে দুবাই এবং দুবাই থেকে বাংলাদেশে সফর করেন। তারপর সেই বালিশ নিয়েই বাংলাদেশ ছাড়েন রিজওয়ান।

এরপরই আলোচনায় আসে তার বালিশ। শেষ পর্যন্ত তার বালিশ নিয়ে সফরের বিষয়টি খোলাসাও করে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশকে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১০টায় দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দেয় মেন ইন গ্রিনরা। সেখান থেকে তারা দেশে ফিরবে। আজও দেখা গেলো বালিশ বুকে জড়িয়ে ধরেই প্লেনের দিকে এগোচ্ছেন রিজওয়ান।

জানা গেছে রিজওয়ানের এই বালিশপ্রীতি নতুন নয়। যেখানেই যান, সঙ্গে করে নিয়ে যান তার এই প্রিয় বালিশটি। রিজওয়ান নিজ বাসা থেকে সেই বালিশটি নিয়ে গেছেন দুবাইয়ে। তারপর দুবাই থেকে সেই বালিশ নিয়েই আসেন বাংলাদেশে।

পিসিবি সূত্রে জানা গেছে, এ বালিশে রিজওয়ানে খুব আরামের ঘুম হয়। তাই দেশে কিংবা বিদেশে সব জায়গায়ই রিজওয়ান বালিশটিকে সঙ্গে করে নিয়ে যান।বাংলাদেশ থেকে যাওয়ার সময়ও প্রিয় বালিশ বুকে জড়িয়েই রিজওয়ান এবার দেশে ফেরেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন