সিটি নির্বাচনের আগে পরে ৫ দিন আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরে দুই দিনসহ মোট পাঁচ দিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কিছু আদেশ জারি করল:
ভোটের আগে দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরে দুই দিন মোট পাঁচ দিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী কর্তৃক আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াগ্রসহ চলাচল করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এতে জানানো হয়।