গোল করে সেজদাহ করলেন রোনালদো
গোলটা দেখে ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তরা পুরোনো দিনের কথা মনে করতে পারেন। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সের বাইরে থেকে নেয়া শটে গতকাল আল নাসরের জয় নিশ্চিত করেন এই পর্তুগিজ তারকা।
সৌদি লিগে শিরোপার দৌড়ে থাকতে আল শাবাবের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। এমন এক ম্যাচে শুরুতেই ২-০ গোলে পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পেয়েছে আল নাসর। তাতে সৌদি লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা টিকে রইল আল নাসরের।
এরপর তার একটি দৃশ্য সবার নজর কেড়েছে। গোল উদযাপনের সময় সতীর্থদের মাঝখানের ফাঁকা জায়গায় সেজদাহ দিয়েছেন তিনি।
Cristiano Ronaldo did the sajdah after scoring his goal 🤲 MashaAllah #Ronaldo #Cr7 #CristianoRonaldo pic.twitter.com/WHibq7y50R
— Lakitanzania (@Lakitanzania) May 23, 2023 মঙ্গলবার (২৩ মে) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে খেলতে নেমে পিছিয়ে পড়া আল-নাসর দুর্দান্ত কামব্যাকের দৃশ্য উপহার দিয়েছে। দুই গোল হজম করে তারা একে একে তিনটি গোলে নিশ্চিত করেছে জয়। বিরতির আগমুহূর্তে গোল করে আল নাসরকে ম্যাচে ফেরান ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্ডারসন তালিস্কা। এরপর ম্যাচের ৫১ মিনিটে আবদুলরহমান ঘারিবের গোলে সমতায় ফেরে আল নাসর। রোনালদো গোল করেন ৫৯তম মিনিটে। লিগে এটি রোনালদোর ১৪তম গোল। এই জয়ে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আল নাসর। সমান ম্যাচে ৬৬ পয়েন্টে নিয়ে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে আল-ইত্তিহাদ।