দ্বাদশ জাতীয় নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী
পরিষদের সক্ষমতা আছে বলেই বাংলাদেশকে আইএমএফ ঋণ দিয়েছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৪ মে) কাতারে ইকোনমিক ফোরামে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে।
যেসব দেশ আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাদের পর্যবেক্ষক পাঠানোর আহ্বানও জানান সরকারপ্রধান।
তিনি বলেন, জনগণ যত দিন চাইবে তত দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। ভোট দেয়া জনগণের অধিকার। জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকব, না হলে থাকব না।