পুলিশের ঊর্ধ্বতন ২৭ অফিসারকে বদলি
বাংলাদেশ পুলিশের ২০ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ৭ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে।
বুধবার (২৪ মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) মোহাম্মদ আনোয়ার হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
আদেশে কর্মকর্তাদের ২৯ মের মধ্যে নিজ নিজ কর্মস্থল ত্যাগ করার নির্দেশনা দেয়া হয়েছে। অন্যথায় ৩০ মে তাদের স্ট্যান্ড রিলিজ করা হবে।