আর্কাইভ থেকে বাংলাদেশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে অটোরিকশা, আহত ৫

বেপরোয়া আবারও বেপরোয়া যানবাহন। রাজধানীতে আবারও বেপরোয়া গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজিচালিত একটি অটোরিকশা। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুর্মিটোলা থেকে বনানীতে যাওয়ার সময় অতিরিক্ত গতির গাড়িটি পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনার পরপরই পথচারীরা একজনকে আটক করে। পরে তাকে পুলিশে দেয়। তবে পালিয়ে গেছে আরেকজন।

তবে যানবাহনের এমন বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজধানীসহ সারাদেশে।

এদিকে শুক্রবার রাতেও বনানীতে মার্সিডিজ বেঞ্জের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় সিএনজির ভেতরে থাকা ৫ ব্যক্তি আহত হন। যাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসা এক কিশোরকে আটক করে পথচারীরা। এ সময় গাড়ির ভেতর থেকে মাদকের সন্ধান পায় স্থানীয়রা। পরে গাড়িসহ আটক কিশোরকে থানায় নেয় পুলিশ। 

এর আগে ২২ নভেম্বর বেপরোয়া গতির একটি গাড়ির ধাক্কায় রাজধানীর মহাখালী ফ্লাইওভারের সঙ্গে বাড়ি খেয়ে মোটরসাইকের আরোহী দুই তরুণের মৃত্যু হয়।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন