আর্কাইভ থেকে বাংলাদেশ

ওমিক্রন শনাক্তের দিনে করোনায় ৫ জনের মৃত্যু

দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ২৮ হাজার ২২ জনের প্রাণহানি হলো।

দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনায় ভাইরাসে নতুন করে আক্রাক্ত হয়েছে ১৭৭ জন। এ নিয়ে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জনে।  

আজ শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬৩২ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন।

এদিকে, বাংলাদেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দুইজনের শরীরের শনাক্ত হয়েছে। আক্রান্ত দুইজন জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেটার।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর বলেন, জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই স্বাভাবিক আছেন। কারো কোনো ধরনের জটিল উপসর্গ নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন