নরসিংদীতে ছাত্রদল নেতা খুনের জেরে অগ্নিকাণ্ড ও ভাংচুর
নরসিংদীতে ছাত্রদল নেতা সাদেকুর রহমানকে গুলি করে হত্যার পর জেলা বিএনপির সদস্য ও হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলামের বাড়িতে ককটেল বিস্ফোরণ এবং আগুন দিয়েছে দুর্ববিত্তরা। তারা নিহত সাদেকের কর্মীরা বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে সদরের হাজীপুর এলাকায় এই ঘটনা ঘটায় ‘নিহত সাদেকের অন্তত অর্ধশত কর্মী’। এসময় পুড়িয়ে দেয়া হয় বাড়িতে থাকা দুইটি বাইসাইকেল, ভাংচুড় করা হয় বাড়ির দরজা এবং জানালা।
এর আগে, আজ বিকেলে নরসিংদী জেলা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সাদেকুর রহমান। একই সময় আহত হয় আরও ৫ কর্মী। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জেলা ছাত্রদল দুই গ্রুপে বিভক্ত হয়। এরপর থেকে নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাড়িতে একাধিকবার হামলা করে পদবঞ্চিতরা।