প্রিয়াঙ্কার অন্তর্বাস দেখতে চেয়েছিলেন পরিচালক
ফের বলিউডের অন্দরের বাস্তবতা উঠে এল প্রিয়াঙ্কা চোপড়ার বক্তব্যে। এর আগেই বলিউড ছাড়ার প্রসঙ্গে সরব হয়েছিলেন তিনি। এবার সেই ঘটনার কথা উঠতেই ফের বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী। তার দাবি, ইন্ডাস্ট্রিতে তাকে এক কোনায় করে দেয়া হয়েছিল এবং তিনি বলিউডের অন্দরের রাজনীতিতেও ক্লান্ত হয়ে পড়েছিলেন। একটি নতুন সাক্ষাৎকারে অভিনেত্রী তার শুরুর দিকের সময়ের কথা বলেন যখন একজন পরিচালক শ্যুটিংয়ের সময় তার অন্তর্বাস দেখতে চেয়েছিলেন। এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ২০০২-০৩ সালে একটি ছবিতে একটি চরিত্রের জন্য তাকে কাস্ট করা হয় যেখানে তিনি একজন আন্ডারকভার এজেন্ট। তিনি বলেন, সেই সময় তিনি ইন্ডাসট্রিতে নতুন ছিলেন এবং এমন একজন পরিচালকের সঙ্গে কাজ করছিলেন যার সঙ্গে তার আগে কখনও দেখা হয়নি। অভিনেত্রী সেই ছবির একটি নির্দিষ্ট দৃশ্য সর্ম্পকে বলতে গিয়ে বলেন, যখন তিনি আন্ডারকভার এজেন্টের ভূমিকায় অভিনয় করছিলেন, চিত্রনাট্য অনুযায়ী সেই দৃশ্যে এক ব্যক্তিকে সিডিউস করার কথা ছিল প্রিয়াঙ্কা অভিনীত চরিত্রটির। সেই দৃশ্যের জন্য তাকে পোশাক খুলতে হত ও চিত্রনাট্য অনুযায়ী একের পর এক পোশাক খোলার সিক্যোয়েন্স ছিল। তাই একাধিক পোশাক পরার পরিকল্পনা করেন প্রিয়াঙ্কা। কিন্তু শ্যুটের আগেই পরিচালক এসে তাকে বলেন যে তিনি প্রিয়াঙ্কার অন্তর্বাস দেখতে চান।
প্রিয়াঙ্কা চোপড়া জানান, এক ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং চলছিল। শয্যাদৃশ্যে চাদরের তলায় শুয়ে চিত্রনাট্য অনুযায়ী আমি সহ-অভিনেতাকে নিজের দিকে আকর্যণ করার চেষ্টা করছি। যতটা সম্ভব রেখে-ঢেকে পোশাক খুলছিলাম, একজন মহিলা তাই করবে, সেটাই স্বাভাবিক। তবে মাঝখান থেকে আপত্তি জানান পরিচালক। সোজা বলেন- না-না কোনও দরকার নেই। ওঁর অন্তর্বাস দেখাতে হবে। নইলে এই সিনেমা কেন দেখতে আসবেন দর্শক? এখানেই শেষ নয়!
তিনি আরও বলেন, পরিচালক এই কথাগুলি তাকে সরাসরি না বলে তার স্টাইলিস্টকে বলেন। এতেই অপমানিত বোধ করেন নায়িকা। তার কাছে এটা অমানবিক একটা মুহূর্ত। প্রিয়াঙ্কা বলেন, সেই সময় তার মনে হয় তাকে কীভাবে ব্যবহার করা হবে সেই আলোচনায় তিনিই যেন বহিরাগত।প্রিয়াঙ্কার মনে হয় তার আর্ট গুরুত্বপূর্ণ নয়, সে কী যোগদান করছেন সেটাই গুরুত্বপূর্ণ। দুদিন শ্যুটিংয়ের পর অভিনেত্রী সিনেমাটি ছেড়ে বেরিয়ে আসেন এবং যা খরচ হয়েছে তা তিনি নিজের থেকেই প্রোডাকশনকে ফেরত দেন। পরিচালক সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন যে রোজ ঐ লোককে দেখা তার পক্ষে সম্ভব ছিল না।