আর্কাইভ থেকে দুর্ঘটনা

গাজীপুরে লরিচাপায় প্রাণ গেলো বাবা-ছেলের

গাজীপুর মহানগরীর পুবাইল থানায় তেলবাহী লরিচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।  এ ঘটনায় চালকসহ লরিটি আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মিরেরবাজার-উলুখোলা সড়কের টিয়া পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা গাজীপুরের পুবাইল এলাকার আইয়ুব আলী পাঠানের বাড়িতে ভাড়া থেকে ভিক্ষাবৃত্তি করতেন।

নিহতরা হলেন- শেরপুরের শ্রীবর্দী থানার জালকাটা গ্রামের উজির আলী ফকিরের ছেলে জলিল হোসেন (৬৪) ও জলিলের ছেলে মো. শহীদ (১৪)।

এ ঘটনায় আটক লরির চালক শ্রী সুজন মাল্লা (৩৫) জামালপুরের মাদারগঞ্জ থানার বীর ভাটিয়ানী থানার বাসিন্দা।

পুলিশ জানায়, প্রতিবন্ধী ছেলে শহীদকে হুইল চেয়ারে বসিয়ে ভিক্ষা করতেন বাবা জলিল হোসেন।  শুক্রবার বিকেলে পুবাইলের মিরেরবাজার-উলুখোলা সড়কের টিয়া পূর্বপাড়া এলাকায় ভিক্ষা করছিলেন তারা।  এ সময় নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের উদ্দেশ্যে আসা একটি তেলবাহী লরি প্রতিবন্ধী শহীদ ও জলিলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে পুবাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিল্টন কুমার কুন্ড বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন