আর্কাইভ থেকে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা ১শ’ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ছয়টি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। তবে সিএনএন জানিয়েছে নিহতের সংখ্যা একশ ছাড়িয়েছে বলে আশঙ্কার করা হচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন শুক্রবার স্থানীয় সময় রাত ও ভোরের দিকে আঘাত হানা টর্নেডো যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ ঝড়।

যুক্তরাষ্ট্রের ৬ অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে শুধু কেনটাকিতেই ৭০ জনের বেশি নিহত হয়েছেন।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, আমি এমন বিধ্বংসী ঝড় দেখিনি। তিনি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

প্রায় ৩২২ কিলোমিটার বেগে আছড়ে পড়া ঝড়ের কবলে পড়ে জুড়ে অসংখ্য বাড়ি, দোকান নষ্ট হয়েছে।

শুক্রবার রাতে হওয়া ওই টর্নেডো মোমবাতি কারাখানাটিতে সরাসরি আঘাত হানে এবং এতেই ওই প্রাণহানির ঘটনা ঘটে। বিবিসি বলছে, কারখানার ধ্বংসস্তুপের মধ্যে এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এছাড়া টর্নেডোর পর এখন পর্যন্ত আরও ১১০টি কারাখানা থেকে ৪০ জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি হপকিন্স কাউন্টিতে ঝড়ের কারণে একটি ট্রেনও লাইনচ্যুত হয়ে গেছে।

এছাড়া টর্নেডোর পর প্রেসিডেন্ট বাইডেন ইতোমধ্যেই ফেডারেল ইমারজেন্সি ডিজাস্টার ডিক্লারেশনে সই করেছেন। এর ফলে কেনটাকির অঙ্গরাজ্যের জন্য অর্থ ছাড় করতে পারবে কেন্দ্রীয় সরকার। টর্নেডোর আঘাতে এই অঙ্গরাজ্যটিই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন