আর্কাইভ থেকে তথ্য-প্রযুক্তি

নতুন রূপে ফিরছে নকিয়া ফ্লিপ ফোন

একসময়ের মোবাইল জগতে তুমুল জনপ্রিয় ছিল নকিয়া ফোন। বলা যায় একচ্ছত্র সাম্রাজ্য ছিল তাদের। কালের বিবর্তনে সেই জনপ্রিয়তায় ভাটা পরলেও নতুন রূপে ফিরে আসা শুরু করেছে নকিয়া।

বেশ কয়েকটি রঙ এবং ২.৮ ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে নিয়ে বাজারে আসছে নকিয়া ২৬৬০ ফ্লিপ ফোন। সেকেন্ডারি ডিসপ্লে থাকবে ১.৭৭ ইঞ্চি। পারফরম্যান্সের জন্য এই ফ্লিপ ফোনে দেয়া হচ্ছে ইউনিসক টি১০৭ প্রসেসর।

গেলো বছর জুলাইয়ে বাজারে আসে নকিয়া ফ্লিপ ফোন। এটি আসলে ২০০৭ সালে মুক্তি পাওয়া নকিয়া ২৬৬০ এর নতুন অবতার, যার নামের শেষে ‘ফ্লিপ’ কথাটি যুক্ত হয়েছে। পূর্বে ফোনটি কালো, নীল এবং লাল রঙে বাজারে এসেছিল। নতুন ভার্সনে লাশ গ্রিন এবং পিঙ্ক রঙ যোগ হচ্ছে। তবে, কেবলই ফোনটির রং পরিবর্তন করা হচ্ছে। ফোনটির ফিচার্স ও স্পেসিফিকেশন আগের মডেলের মতো একই থাকছে।

ফোনটির বিল্টইন মেমোরির পাশাপাশি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই ফ্লিপ ফোনে থাকছে এমপিথ্রি প্লেয়ার, এফএম রেডিও এবং ব্লুটুথ ৪.২ কানেক্টিভিটি।

এ সম্পর্কিত আরও পড়ুন