আর্কাইভ থেকে ব্যাংকিং ও বীমা

বছরের প্রথম ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১১ হাজার কোটি

চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণ দাড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২১ কোটি টাকায় পৌঁছেছে। আগের বছরের ডিসেম্বর প্রান্তিকে যা ছিল ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা। সে হিসাবে তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১০ হাজার ৯৬৪ কোটি টাকা।

ঋণ পরিশোধে বিশেষ ছাড় উঠে যাওয়ার কারণে দেশের ব্যাংকখাতে খেলাপি ঋণ ব্যাপক পরিমাণে বাড়ছে।

গত ডিসেম্বরে খেলাপি ঋণের হার ছিল ৮ দশমিক ১৬ শতাংশ এবং গত বছরের মার্চে ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকিংখাতে নন-পারফর্মিং লোণ (এনপিএল) ৩ মাস আগের তুলনায় ৯ শতাংশ এবং ১ বছর আগের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন