আর্কাইভ থেকে বিনোদন

ফাঁস হলো শাহরুখ-গৌরীর অন্দরের কাহিনি

বলিউডের অন্যতম আলোচিত যুগল শাহরুখ এবং গৌরী খান। দীর্ঘ দাম্পত্য জীবনে মাঝে মাঝে কিছু গুঞ্জন শোনা গেলেও, তাদের গভীর সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়ার কাহিনি অনুরাগীদের মুখে মুখে ফেরে।

সম্প্রতি অবশ্য সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে শাহরুখকে একটু বেসুরে বাজতে শোনা গেল। অনুরাগীরাও হতবাক। শাহরুখের দাবি, গৌরী নাকি তাকে কখনও কোনও উপহার দেননি।

শাহরুখ,গৌরি

ফারহা খানের চ্যাট শো ‘তেরে মেরে বিচ মে’-তে শাহরুখ একটি পুরনো ঘটনার উল্লেখ করে বলেছিলেন, “মনে আছে, একবার মেরুদণ্ডে চোট পেয়ে লন্ডনে চিকিৎসাধীন থাকতে হয়েছিল কয়েক মাস। একটা জামাকাপড়ের দোকান থেকে টিশার্ট কিনে এনেছিলাম। সেটা বড় হয়েছিল মাপে। ভেবেছিলাম, পরতে পারব না।”

গৌরীকে বলেছিলেন শাহরুখ, ওটা ফেরত দিয়ে সুতির একটা টিশার্ট নিয়ে আসতে। গৌরী গিয়েছিলেন, কিন্তু ফিরে এসে গৌরী জানিয়েছিলেন, ওই টিশার্টের বদলে অন্য টিশার্ট দেয়নি দোকান থেকে। শাহরুখ বিশ্বাস করেন সে কথা। সত্যিটা অবশ্য চাপা থাকেনি।

শাহরুখের দুই বন্ধু পামিলা এবং কাজল তার সঙ্গে দেখা করতে এসে হাটে হাঁড়ি ভাঙেন। বলেন, “গৌরী ওই টিশার্ট বদলে অন্য কিছু কিনে নিয়েছে, তোমার জন্য আনেনি কিছু।”

শাহরুখ,গৌরি

গৌরী নাকি বলেছিলেন, “ও তো হাসপাতালে রয়েছে। নতুন জামা নিয়ে কী করবে?” বদলে নিজের জন্য একটি হাতব্যাগ কিনে নেন শাহরুখ-পত্নী। বন্ধুরাই এ কথা ফাঁস করে দেন অভিনেতার কাছে। সেই ঘটনাই রসিকতা করে বলেন ফারহার শোতে।

আপাতত ২০২৩ সালের দ্বিতীয় ছবিমুক্তির অপেক্ষায় রয়েছেন বাদশা। ‘পাঠান’-এর বিপুল সাফল্যের পর ‘জওয়ান’ নিয়ে আশাবাদী গোটা বলিউডই।

এ সম্পর্কিত আরও পড়ুন