আইপিএল ফাইনালে টস জিতে বোলিংয়ে চেন্নাই
আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের ম্যাচে টসে জিতেছে চেন্নাই। টস জিতে দলটির অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
গুজরাট টাইটান্স শুরুর একাদশ
ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল, সাই সুধারসন, হার্দিক পান্ড্য (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নুর আহমেদ, মোহাম্মদ শামি
চেন্নাই সুপার কিংস শুরুর একাদশ
রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মঈন আলি, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটরক্ষক/অধিনায়ক), দীপক চাহার, মাথিশা পাথিরানা, তুষার দেশপান্ডে, মহেশ থিকশানা