সেনা সদস্যের স্ত্রীর চোখের পানি মুছতে টিস্যু এগিয়ে দিলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ৩৫ বছর বিশ্বের ৪০টি দেশের ৬৩টি মিশনে জাতিসংঘের মাধ্যমে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বাংলাদেশ সশস্ত্রবাহিনী। আজ জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩। দিবসটি উদযাপনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শান্তিরক্ষা মিশনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সশস্ত্রবাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন, প্রধানমন্ত্রী।
সেই ধারাবাহিকতায় স্বামীর পক্ষে সম্মাননা নিতে শহিদ ? সেনা সদস্য শরিফ হোসেনের স্ত্রী সালমা খাতুন মঞ্চে উঠেন। প্রধানমন্ত্রীকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তখন চোখের পানি মোছার জন্য মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাকে টিস্যু পেপার এগিয়ে দেন। সান্ত্বনা দেন।