ঢাকা ডার্বি ফাইনালে প্রথমার্ধ শেষে ২ গোলে এগিয়ে আবাহনী
১৪ বছর পর ফেডারশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে আবাহনী-মোহামেডান। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকার ঐতিহ্যবাহী দুই দলের প্রথমার্ধের লড়াই শেষে ২-০ গোলে এগিয়ে আবাহনী লিমিটেড।
মঙ্গলবার (৩০ মে) খেলার ১৬ মিনিটের মাথায় আবাহনীকে প্রথম লিড এনে দেন ফয়সাল আহমেদ ফাহিম। এমেকার বাড়ানো পাস থেকে বল জালে পাঠিয়ে দেন তিনি।
এরপর ৪৩ মিনিটের মাথায় ব্যধান দ্বিগুণ করেন দানিয়েল কলিন্দেস। মাঝ মাঠ থেকে হৃদয়ের লম্বা করে বাড়ানো পাস গোল পোস্টের সামনে পেয়ে যান দানিয়েল। সুযোগ পেয়ে ভুল করেননি তিনি। বিরতির আগেই আবাহনীকে এগিয়ে নেনে ২-০ গোলে।