দিয়াবাতের হ্যাটট্রিক সমতায় মোহামেডান, খেলা গড়ালো অতিরিক্ত সময়ে
জমে উঠেছে আবাহনী-মোহামেডানের ফেডারেশন কাপের ফাইনালের লড়াই। প্রথমার্ধে আবাহনী এগিয়ে থাকলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলে গেছে দৃশ্যপট। চার মিনিটের ব্যবধানে দুই গোল পরিশোধ করে সমতায় ফেরে মোহামেডান। দুটি গোলই করেছেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে।
মঙ্গলবার কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই গোলে পিছিয়ে থেকে মোহামেডানকে সমতায় আনার মিনিট পাঁচেক পর আবাহনী আবার লীড নেয়৷ ৬৫ মিনিটে নাইজেরিয়ান এমেকার গোলে আবাহনী ম্যাচে এগিয়ে যায়৷ তবে ৮৩ মিনিটে হ্যাটট্রিক করে মোহামেডান আবার সমতা ফেরান সুলেমান দিয়াবাতে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নির্দিষ্ট সময় শেষে গোলস্কোর সমতায় থাকায় খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে।