আর্কাইভ থেকে ভর্তি -পরীক্ষা

শেষ হচ্ছে রাবির ভর্তিযুদ্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ শেষ হতে যাচ্ছে আজ। ভর্তিযুদ্ধের শেষ দিনের প্রথম শিফটে চলছে ‘সি’ ইউনিটের অ-বিজ্ঞান গ্রুপের ভর্তি পরীক্ষা।

বুধবার (৩১ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এক ঘণ্টার এই ভর্তি পরীক্ষা চলবে সকাল ১০টা পর্যন্ত।

এছাড়া এই দিনের দ্বিতীয় ও তৃতীয় শিফটে ব্যবসায় শিক্ষা অনুষদের ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ‘সি’ ইউনিটের ৯০০০১-৯১৫৫৬ পর্যন্ত অ-বিজ্ঞানের রোলধারী পরীক্ষার্থীরা। এরপর বেলা ১১টা থেকে দুপুর ১২টায় দ্বিতীয় শিফটে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ১০০০১-২৬৯০৪ রোল পর্যন্ত, তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অ-বাণিজ্যের ৫০০০১-৬৩৭৭১ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়টিতে গতকাল মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ও গত সোমবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

প্রসঙ্গত, এবারে কোটাসহ ৪ হাজার ৪৬৭ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় বসবে তিন ইউনিটের মোট ১ লাখ ৭৮ হাজার ৫৯১ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৮৩৮টি এবং নারী আবেদনকারীর সংখ্যা ৭৭ হাজার ৭৫৩টি। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৮১৬টি। ৮০টি বহুনির্বাচনী প্রশ্নে ১০০ নম্বরের এই ভর্তি পরীক্ষা এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। এতে চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন