আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আইসিসি চেয়ারম্যানের সঙ্গে পিসিবি বৈঠক

চলতি বছরঅক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এশিয়ার টুর্নামেন্টির আয়োজক পাকিস্তান। কিন্তু পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হলে ভারত সেখানে খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছে।

অপরদিকে ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যায় তাহলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে হুমকি দিয়েছে। আর এমন পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করা লক্ষ্যে পাকিস্তান সফরে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ এলারডাইস।

২০০৮ সালের পর এই প্রথম সংস্থাটির চেয়ারম্যান পাকিস্তান সফরে গেলেন। সে উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (৩০ মে) আইসিসির প্রতিনিধির সঙ্গে বৈঠকে মিলিত হন পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি। সেখানে কথা হয়েছে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি নিয়ে। তথ্যটি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বিষয়ক চ্যানেল এ স্পোর্টস।

ওই বৈঠকে নাজাম শেঠি জানিয়েছে, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে পিসিবি বিশ্বকাপের ব্যাপারে দেশটির সরকারের নির্দেশ অনুসরণ করবে।

এছাড়াও সেই বৈঠকে উঠে এসেছে আইসিসির রাজস্বে পিসিবির অংশ বৃদ্ধির বিষয়টিও। কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আস্তে পারেনি কেউই।

মঙ্গলবার দুই দিনের সফরে পাকিস্তান যান আইসিসির দুই শীর্ষ কর্মকর্তা। লাহোরে তাদের অভ্যর্থনা জানান পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

আজ বুধবার (৩১ মে) পাকিস্তান ছাড়বে আইসিসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার। অবশ্য তার আগে দুই পক্ষের আরও এক দফা বৈঠকে বসার কথা রয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন