আর্কাইভ থেকে ক্রিকেট

সরকার অনুমতি না দিলে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান

চলতি বছরঅক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এশিয়ার টুর্নামেন্টির আয়োজক পাকিস্তান। কিন্তু পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হলে ভারত সেখানে খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছে। ভারতের চাওয়া নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের।

পাকিস্তান আবার এশিয়া কাপের আয়োজনের একটি ‘হাইব্রিড মডেল’ দাঁড় করিয়েছে। যার মাধ্যমে এশিয়া কাপ পাকিস্তান ও অন্য একটি নিরপক্ষে ভেন্যু মিলিয়ে আয়োজন করবে। হাইব্রিড মডেলে পাকিস্তানে এশিয়া কাপ হলেও ভারতের ম্যাচগুলো নিরপক্ষে ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু এই মডেলেও রাজি নয় ভারত তারা চায়, সম্পূর্ণ এশিয়া কাপই নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক।

এদিকে ভারত এশিয়া কাপ খেলতে না আসলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না এমন হুমকি দিয়েছিল। এমন পরিস্থিতিতে ১৫ বছর পর আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস পাকিস্তান সফর করছেন। সফরের লক্ষ্য ছিল পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কথা বলা।

তবে পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ এর তথ্য মতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি স্পষ্ট ভাবে আইসিসি প্রধানকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সরকার যদি অনুমতি দেয়, তবেই জাতীয় ক্রিকেট দল অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন