৪ গোল করা দিয়াবাতের বাসনা বাংলাদেশের জার্সি গায়ে খেলা
১৪ বছর পর মোহামেডানের ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী লিমিটেডকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মালির ফুটবলার সুলেমান দিয়াবাতে।
ফাইনালে দিবায়াতে একক নৈপুণ্যেই পিছিয়ে পড়া মোহামেডানকে বার বার ম্যাচে ফিরিয়ে এনেছেন। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে তিন গোলের পর অতিরিক্ত সময়ে করেন আরও এক গোল। দীর্ঘদিন ধরে মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটির সাদা-কাল জার্সিতে খেলা এই ফুটবলার সুযোগ পেলে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতেও খেলতে রাজি।
বাফুফে যদি আগ্রহ দেখায় সেক্ষেত্রে বাংলাদেশের হয়ে খেলতে রাজি দিয়াবাতে। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে খেলতে পারলে খুশি হবো। আমি নিজে থেকে পাসপোর্ট চাইব না। তারা (বাফুফে) যদি আমার কাছে আসে, তাহলে আমি এটি পেতে পারি। আমি সব সময় তৈরি আছি।’
১৯৯১ সালে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জন্মগ্রহন করেন দিয়াবাতে। আফ্রিকান ফুটবলে মালির একটা অবস্থান আছে। ফিফা র্যাঙ্কিংয়ের অবস্থানটও খারাপ নয় ৪৫। মোহামেডানে খেলতে আসার আগে ভিয়েতনামে একাধিক ক্লাবে খেলেছেন দিয়াবাতে। দীর্ঘদিন।
২০১৮ সালে মোহামেডানে খেলতে আসেন। ক্লাবটির হয়ে গত চার মৌসুমে ৭০ এর বেশি ম্যাচ খেলেছেন মালির এই ফুটবলার। গোল সংখ্যা ৫৬। গত মৌসুমে হয়েছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা।