চনপাড়ায় উপ নির্বাচনে প্রচার প্রচারনায় এগিয়ে মেম্বার প্রার্থী মোঃ শাহাবুদ্দিন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের উপ নির্বাচনে এগিয়ে রয়েছে চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও মেম্বার প্রার্থী মোঃ শাহাবুদ্দিন।
আজ বুধবার (৩১ মে) সকালে তাঁর নির্বাচনীয় প্রচার প্রচারনার অংশ হিসাবে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়ায় ৯ নং ওয়ার্ডের ২নং ব্লকের বালুর মাঠে নির্বাচনী উঠান বৈঠক করে তিনি।
উঠান বৈঠকে প্রবীন ভোটার ফারুক মিয়া বলেন শাহাবুদ্দিন ভাই একজন সমাজ সেবক ও এলাকার উন্নয়ন মূলক কাজে তাঁর ব্যাপক ভূমিকা রয়েছে। তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। উঠান বৈঠক শেষ মোঃ শাহাবুদ্দিন তাঁর বরাদ্দকৃত প্রতীক ভ্যান গাড়ী মার্কায় ভোট চেয়ে এলাকায় গণসংযোগ করে।