আর্কাইভ থেকে ক্রিকেট

সিলেটের স্টেডিয়াম পরিদর্শনে সন্তুষ্ট নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

এশিয়া কাপের পর এবং ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের সব ম্যাচ আয়োজিত হতে পারে চায়ের দেশ সিলেটে।

এরই মধ্যে বুধবার সকালে নিরাপত্তার বিষয়সহ সিরিজের ভেন্যু পর্যবেক্ষণে বাংলাদেশে এসেছে কিউইদের তিন সদস্যের প্রতিনিধি দল। মূল মাঠ, গ্রাউন্ড ২, ড্রেসিংরুমসহ অনুশীলনের সুযোগ সুবিধা, জিম, ইনডোর ঘুরে দেখে তাঁরা সন্তুষ্ট বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস।

গণমাধ্যমকে নাফীস বলেন, 'তারা মাঠ পর্যবেক্ষণ করতে এসেছেন। আমরা এখনও ভেন্যু চূড়ান্ত করিনি। কিন্তু সিলেটে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছি। এখন পর্যন্ত তাদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। তারা এখানকার সুযোগ সুবিধায় সন্তুষ্ট। ভেন্যু চূড়ান্ত হলে অবশ্যই তাদেরকে আরও ভালো সুযোগ-সুবিধা দেবো। বাংলাদেশ সব সময়ই ভালো আয়োজক। আশা করছি, সেই ধারাবাহিকতা এই সফরেও থাকবে।'

সন্তুষ্টির কথা জানিয়ে নিউজিল্যান্ড প্রতিনিধি দলের একজন জানিয়েছেন,  ‘এখানকার সুযোগ-সুবিধা দারুণ। আমরা এখানে দল পাঠিয়ে কিছু ম‌্যাচ খেলার চিন্তা করছি। এখানে নিশ্চিতভাবেই স্বস্তি পাবো। আমরা সব সময়ই বাংলাদেশ সফরে ইচ্ছুক। কখনো চিন্তার কিছু থাকে না।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন