নায়ক ফারুকের আসনে ভোটের তারিখ জানালো ইসি
ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৭ জুলাই ভোট হবে ব্যালটে। মনোনয়র দাখিলের শেষ দিন ১৫ জুন, বাছাই ১৮ জুন ও প্রত্যাহার ২৫ জুন।
আজ বৃহস্পতিবার (১ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
গেলো ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চলচ্চিত্রের অভিনেতা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক।
নায়ক ফারুকের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।