আর্কাইভ থেকে অপরাধ

পরিত্যক্ত লাগেজ থেকে ১৬টি সোনার বার উদ্ধার

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি পরিত্যক্ত লাগেজের তালা খুলে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে শাহজালাল বিমানবন্দরের লাগেজ থেকে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়। 

ঢাকা কাস্টমস হাউজ জানায়, শাহজালাল বিমানবন্দরের লাগেজ থেকে বেল্ট ৩ এবং ৪ থেকে পরিত্যক্ত দুইটি লাগেজ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংকালে ব্যাগের ভেতর থাকা সোনার অস্তিত্বের ইমেজ পাওয়া যায়। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ব্যাগে থাকা তালার ভেতর থেকে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ৮৬০ গ্রাম। বাজারমূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় মামলা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন