প্রস্তাবিত বাজেটে মানুষের কষ্ট লাঘব হবে: কাদের
প্রস্তাবিত বাজেটে মানুষের কষ্ট লাঘব হবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাবনা দেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাজেটটা এমনভাবে করা হয়েছে, মানুষের কষ্টটা লাঘব হবে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে জনবান্ধব বলার কারণ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনবান্ধব এ জন্য বলেছি, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ বাজেটটা প্রণীত হয়েছে।