মাদ্রিদ ছাড়ার গুঞ্জনকে আপাতত উড়িয়ে দিলেন বেনজেমা
গতো ২৪ ঘণ্টায় করিম বেনজেমাকে নিয়ে যে জোর গুঞ্জন ছিল তা আপাতত উড়িয়ে দিলেন তিনি। প্রথমে ইউরোপের বেশ কয়েকটি সংবাদমাধ্যম থেকে খবর আসলো, সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দিতে সম্মত হয়েছেন এই ফ্রান্স তারকা। রিয়াল মাদ্রিদকে নাকি বিষয়টি জানিয়েও দিয়েছেন তিনি।
কিন্তু মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম ‘মার্কা’র এক অনুষ্ঠানে হাজির হয়ে বেনজেমা জানালেন অন্য কথা। স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন ‘ইন্টারনেট আর বাস্তবতা এক নয়।’
অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়, রিয়াল মাদ্রিদে থাকছেন কি না। জবাবে তিনি জানান, “শনিবার আমাদের খেলা আছে (লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে), কালকে আমাদের ট্রেনিং সেশন… তো, এই মুহূর্তে আমি তো মাদ্রিদেই।”
নিজের ভবিষ্যৎ নিয়ে রিয়াল মাদ্রিদের ভক্তদের জন্য কিছু বলবেন কি না। এমন প্রশ্নে তার পরিষ্কার জবাব, “ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে কেন? আমি তো রিয়াল মাদ্রিদেই আছি। এটা তো বদলায়নি। ইন্টারনেটে যা বলাবলি হয়, বাস্তবতা তা থেকে ভিন্ন।”
যদিও সামনের মৌসুমেও রিয়ালে থাকছেন, এমনটা স্পষ্ট করেননি বেনজেমা। প্রকাশ্য সংবাদ সম্মেলনে তাঁর বক্তব্যের পর রিয়াল ছাড়া, না-ছাড়ার খবর পেয়েছে নতুন মাত্রা। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বেনজেমা ইত্তিহাদের সঙ্গে চুক্তিতে রাজি হয়েছেন, শুধু সাক্ষর করা বাকি। কিন্তু কয়েক ঘণ্টা পর মার্কার প্রতিবেদনে দাবি করা হয়, আরও এক বছর রিয়ালেই থাকছেন বেনজেমা।