মেসির বার্সায় ফেরা নিয়ে শতভাগ নিশ্চিত জাভি
গ্রীষ্মকালীন দলবদলে মেসি যে পিএসজি ছাড়বেন তা একরম নিশ্চিত। ফরাসি ক্লাবটির সঙ্গে নতুন চুক্তির কোনো সম্ভাবনা নেই এই আর্জেন্টাইনের। পিএসজি কোচ গালটিয়ের জানিয়েছিলেন, আগামীকাল (শনিবার) ক্লেরমন্তের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে প্যারিসে মেসির শেষ ম্যাচ।
পিএসজি ছাড়ার পর মেসির গন্তব্য কোথায় হবে তা নিয়েও চলছে নানা গুঞ্জন। এরই মধ্যে মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনা কোচ জাভি হার্ন্দাদেজ জানিয়েছেন, “আগামী সপ্তাহেই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেসি।” সেই সাথে তিনি আরও জানিয়েছেন, “আমার দিক থেকে আমি শতভাগ নিশ্চিত যে সে (মেসি) আমাদের সঙ্গে যোগ দিচ্ছে।”
সাক্ষাৎকারে মেসির সাবেক এই সতীর্থ আরও বলেন, “সে (মেসি) অবগত আছে যে আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছি। এ ব্যাপারে কোনো কিছুই পরিবর্তন হয়নি। আমাদের এখনো সুযোগ আছে, আমরা তাকে চাই। এবার তার সিদ্ধান্ত নেওয়ার পালা। আমাদের এখানে তাকে যুক্ত করতে প্রস্তুত আছি।”