আর্কাইভ থেকে ফুটবল

ইউরো বাছাইয়ের ফ্রান্স দলে ফিরলেন ডেম্বেলে-এনকুনকু

ইউরো ২০২৪ বাছাই পর্বের জন্য ফ্রান্সের দল ঘোষণা করেছেন দিদিয়ের দেশম। দলে ডাক পেয়েছেন দুই ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুনকু ও ওসমানে ডেম্বেলে।

হাঁটুর চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলতে পারেননি এনকুনকু। এ জন্য কয়েক মাস তিনি মাঠের বাইরে ছিলেন। এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মার্চে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে দলের বাইরে ছিলেন ডেম্বেলে।

ঘোষিত স্কোয়াডে চেলসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানাকেও দলে ডাকা হয়েছে। ফ্রান্সের জার্সি গায়ে এখনো মাঠে নামা হয়নি ফোফানার। মার্চে প্রথমবারের মতো সিনিয়র দলে ডাক পেয়েও ইনজুরির কারণে বাদ পড়তে হয় তাঁকে।

তবে নেই ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী দুই তারকা পগবা আর এনগোলো কান্তে। ইনজুরির কারণে। মূলত চোটের কারণে কান্তে-পগবাকে দলে রাখেননি কোচ দেশম।

ইউরো বাছাইপর্বে গ্রুপ বি’র ম্যাচে আগামী ১৬ জুন জিব্রালটার সফরে যাবে দলটি। এরপর ১৯ জুন স্তাদে দি ফ্রান্সে গ্রিসকে আতিথ্য দিবে তারা।

ফ্রান্সের স্কোয়াড গোলরক্ষক : আলফোনসো আরেওলা, মাইক মেইগন্যান, ব্রিস সাম্বা। ডিফেন্ডার : অ্যাক্সেল দিসাসি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাটে, জুলেস কুন্ডে, ফারল্যান্ড মেন্ডি, বেঞ্জামিন পাভার্ড, ডায়োট উপমেকানো। মিডফিল্ডার : এডুয়ার্ডো কামভিনগা, ইউসুফ ফোফানা, আদ্রিয়ের রাবোয়িত, অরেলিয়েন টিচুয়ামেনি, আঁতোয়ান গ্রিজম্যান। ফরোয়ার্ড : কিংসলে কোম্যান, ওসমানে ডেম্বেলে, অলিভার জিরুদ, মার্কোস থুরাম, রানডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টোফার এনকুনকু।

এ সম্পর্কিত আরও পড়ুন