জয়ের সেঞ্চুরিতে ড্র করলো বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের তিন ম্যাচের অনানুষ্ঠানিক টেস্ট সিরিজের শেষ ম্যাচ ড্র হয়েছে। সিরিজে প্রথম টেস্ট ম্যাচটি ড্র করার পর দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়ে জয় তুলে নিয়ে ১-০ তে এগিয়ে যায় ক্যারিবিয়ানরা।
ফলে সিরিজ বাঁচাতে শেষ ম্যাচটিতে জয়ের বিকল্প ছিল না টাইগারদের। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়ের অপরাজিত সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ড্র করেছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চার দিনের টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ৪৪৫ রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এরপর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২২০ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। এরপর ৪৬১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শেষদিনে জয়ের ১১৪ রানের অপরাজিত ইনিংসে ৪ উইকেটে ৩০৬ রান হতেই ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা।
এতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ক্যারিবিয়ানরা।