আর্কাইভ থেকে ফুটবল

রোনালদোর ক্লাবের বিপক্ষে খেলবে পিএসজি

গেল বছরের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে মরুর দেশ সৌদি আরবে পাড়ি দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর রিয়াদ অল স্টারের একাদশের হয়ে মেসি-নেইমারদের পিএসজির বিপক্ষে খেলে দেশটিতে অভিষেক হয় পর্তুগিজ মহাতারকা। এবার আবারও ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে মাঠে নামবে রোনালদোর ক্লাব আল-নাসর।

শুক্রবার (২ জুন) আগামী গ্রীষ্মকালীন প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। যেখানে জাপানে তিনটি প্রীতি ম্যাচে অংশ নেবে ফ্রান্স চ্যাম্পিয়নরা। যার একটি খেলবে আল-নাসরের বিপক্ষে, যদিও সেই ম্যাচে থাকবেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

এরপর জাপানের জে লিগের ক্লাব সেরেজো ওসাকার বিপক্ষে লড়বে ফরাসি ক্লাবটি। আর শেষ ম্যাচে পিএসজি লড়বে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইন্টার মিলানের বিপক্ষে। আগামী ১০ জুন ইউরোপ সেরার লড়াইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা।

সবকিছু ঠিক থাকলে জাপানের ওসাকায় আগামী ২৫ জুলাই আল-নাসরের মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচের তিন দিন পর জে লিগ ক্লাব সেরেজো ওসাকার বিপক্ষে খেলবে তারা। আর নিজেদের শেষ ম্যাচে ১ আগস্ট টোকিও জাতীয় স্টেডিয়ামে পিএসজি লড়বে ইন্টারের বিপক্ষে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন