আর্কাইভ থেকে ফুটবল

সিঙ্গাপুরে গিয়ে কী করছেন ক্রশ্চিয়ানো রোনালদো

ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানোর পর নিজের প্রথম মৌসুমটা একবারেই ভালো কাটেনি ক্রশ্চিয়ানো রোনালদোর। সৌদি লিগের ক্লাব আল নাসরের যখন যোগ দিয়েছিলেন রোনালদো তখন অন্তত তিনটি শিরোপা জয়ের সুযোগ ছিল ক্লাবটি। কিন্তু তিন শিরোপার একটিও জিততে পারেনি ক্লাবটি।

এদিকে লিগ শেষ হওয়ার দুদিনের মধ্যে সৌদি আরব ছেড়ে রোনালদো গেছেন সিঙ্গাপুরে। কেন পর্তুগিজ তারকা আকস্মিকভাবে সিঙ্গাপুরে ভ্রমণ করেছেন তা নিয়ে জন্ম দিয়েছে অনেক কৌতূহল।

তবে বিশেষ কোনো কারণে নয়, মূলত রোনালদো সিঙ্গাপুরে গেছেন কিছু দাতব্য কাজে অংশ নিতে। তাঁর দীর্ঘদিনের বন্ধু ও দাতা হিসেবে পরিচিত পিটার লিমের সঙ্গে দেখা করেছেন। এককভাবে লিম অনেকগুলো দাতব্য সংস্থা পরিচালনা করেন। সেগুলোর কাজে বন্ধুকে সহায়তা করতেই ‘সিআরসেভেন’ সিঙ্গাপুরে গেছেন।

জানা গেছে, সিঙ্গাপুরে রোনালদো অনেকগুলো ইয়ুথ স্কলারশিপ নিয়ে কাজ করবেন এবং পরিবেশের সুরক্ষা নিয়েও কথা বলবেন। পাশাপাশি এক হাজার তরুণের সামনে তাঁদের স্বপ্ন পূরণের বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেবেন পর্তুগিজ স্টার।

এছাড়াও সিঙ্গাপুরে রোনালদোকে শিশুদের সঙ্গে প্রীতি প্যাডেল বল খেলতেও দেখা যাওয়ার কথা রয়েছে। সিঙ্গাপুরে রোনালদোর ভ্রমণের সবকিছু বর্ণনা করেছে দেশটির সংবাদমাধ্যম মাদারশিপ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন