আর্কাইভ থেকে দুর্ঘটনা

মোংলায় পশুর নদীতে চ্যানেলে কার্গোডুবি

বাগেরহাটের মোংলার পশুর নদীতে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। কার্গোতে থাকা মাস্টারসহ ১০ জন স্টাফ ও একজন নিরাপত্তা কর্মী সাঁতরিয়ে কূলে ওঠেন।

কার্গো জাহাজের মাস্টার ওসমান আলী জানান, শনিবার প্রায় ৭শ মেট্রিক টন কয়লাবোঝাই করে কার্গো জাহাজ এমভি বিবি-১১৪৮ মোংলা বন্দর থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। রাত ১১টার দিকে পৌঁছলে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। পরে কার্গোর মাস্টারসহ ১০ জন স্টাফ ও একজন নিরাপত্তা কর্মী সাঁতরিয়ে কূলে উঠতে সক্ষম হন

বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন জানান, পশুর চ্যানেলের মূল চ্যানেলের বাইরে কার্গোটি ডুবেছে বলে নিরাপদ আছে, নৌযান চলাচলে বিঘ্ন হচ্ছে না।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন