বাংলাদেশ নারী দলের নতুন কোচ ডুরেন্ট
দুই বছরের চুক্তিতে ইয়ান ডুরেন্টকে প্রধান ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের কোচিং প্যানেলে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
বৃহস্পতিবার (১ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডুরেন্টকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
কোচ হিসেবে বেশ অভিজ্ঞতা রয়েছে ডুরেন্টের। লম্বা সময় ধরে ইসিবিতে যুক্ত ছিলেন তিনি। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের নারী দলের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও কাজ করেছেন ইংলিশদের ঘরোয়া ক্রিকেটে অনেক দলের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ হিসেবে। স্পোর্টস সাইন্স, স্ট্রেন্থ কন্ডিশনিং নিয়েই পড়াশোনাও করেছেন ডুরেন্ট। বাংলার মেয়েদের সঙ্গেও এ নিয়েই কাজ করবেন তিনি।
নিয়োগ পেয়ে ডুরেন্ট জানিয়েছেন, বাংলাদেশ নারী দলের কোচিং প্যানেলে যোগ দিতে পেরে আমি বেশ রোমাঞ্চিত। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি মুখিয়ে আছি এবং সবার সঙ্গে দেখা করতে আমার আর তর সইছে না। নারী দলের সামনে গুরুত্বপূর্ণ একটি বছর। আমি কাজ শুরু করার জন্য অপেক্ষায় আছি।