আর্কাইভ থেকে দেশজুড়ে

ট্রাকের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২ জুন) রাত ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কবি শেখ ফজলুল করিম স্মৃতিকলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রফিকুল ইসলাম (৪০), মিজানুর রহমান (৩৫) ও মুন্নি বেগম (৪৫)। রফিকুল ইসলাম পাটগ্রাম উপজেলার বেলতলী (রহমতপাড়া) গ্রামের আব্দুল গফুরের ছেলে, মিজানুর রহমান একই উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে ও মুন্নি বেগম রংপুরের দর্শনা মোড়ের সুত্রাপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, রংপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের কবি শেখ ফজলুল করিম স্মৃতিকলম এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা নারীসহ আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মুন্নি বেগমের মৃত্যু হয়।

ওসি আরও জানান, মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন