নির্বাচন সবার কাছেই আজ প্রশ্নবিদ্ধ: মির্জা ফখরুল
সারাবিশ্ব জানে বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু নেই। তাই নির্বাচন সবার কাছেই প্রশ্নবিদ্ধ। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৩ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বইমেলা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ থাকলে দেশে কোনোদিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে না।
বিএনপির এ নেতা বলেন, সরকার গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করছে। তবুও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে মানুষকে রুখতে পারছে না সরকার।
তিনি আরও বলেন, শুধু বিএনপি নয়, দেশের সব রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করছে।
তাই নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম।