যেভাবে দেখা যাবে ব্রাজিল-ইসরায়েলের ম্যাচ
আর্জেন্টিনায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের কোয়াটার ফাইনালের ম্যাচে রাতে মাঠে নামবে ব্রাজিল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সেলেসাওদের প্রতিপক্ষ ইসরায়েল।
আসরটিতে নিজেদের প্রথম ম্যাচেই ইতালির কাছে হেরে বসে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরিরা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিলের যুবারা।
শনিবার (৩ জুন) রাতে আর্জেন্টিনার অ্যাস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
ফিফার ওয়েসবসাইটে ম্যাচটি সরাসরি দেখা যাবে। ফিফার ওয়েবসাইটে ঢুকতে এখানে ক্লিক করুন। এছাড়া টেলিভিশন পাবলিকা ও টেলিভিশন পাবলিকার ওয়াবসাইটে ও দেখা যাবে ব্রাজিল-ইসরায়েলের সেমিফাইনালের লড়াই।