আর্কাইভ থেকে জাতীয়

শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রোহিঙ্গা সঙ্কটের সমাধান জরুরি

এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রোহিঙ্গা সঙ্কটের সমাধান জরুরি। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও স্থায়ী প্রত্যাবাসন দরকার। জানিয়েছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি।

শনিবার (৩ জুন) সকালে গুলশানে একটি হোটেলে কসমস ফাউন্ডেশনের আয়োজনে জাপান-বাংলাদেশ সম্পর্ক শীর্ষক লেকচার সিরিজ আলোচনায় এসব কথা বলেন তিনি।

তিনি জানান, দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় জাপানে বাংলাদেশের শিক্ষার্থী কম। এ সংখ্যা বাড়াতে প্রয়োজনে ইমিগ্রেশন পলিসি পরিবর্তন করবে জাপান। যারা জাপানে পড়তে ইচ্ছুক তাদের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন