আওয়ামী লীগের ঢাকা জেলার নতুন কার্যালয় উদ্বোধন
আওয়ামী লীগের ঢাকা জেলা নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার ট্রাক স্ট্যান্ডের উত্তর পাশে অবস্থিত এ কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাংলাদেশের সকল আন্দোলনে ঢাকা জেলা আওয়ামী লীগ সবার আগে অগ্রণী ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন জেলা সভাপতি বেনজির আহমেদ।