রূপগঞ্জের-ডেমরা-কালীগঞ্জ সড়কের সংস্কার ও সম্প্রসারনের নির্মাণ কাজ উদ্ভোদন
৮৫ কোটি টাকা ব্যায়ে দীর্ঘ ৬ বছরের ভোগান্তি শেষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ডেমরা কালীগঞ্জ সড়কের পূর্বাগ্রাম থেকে পূর্বাচল পর্যন্ত ৩০ ফুট প্রশস্ত সংস্কার ও সম্প্রসারনের নির্মাণ কাজ শুরু হয়েছে। ৩ জুন শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জের হাবিবনগর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সড়ক সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ- ১ আসনের এমপি,পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ( বীর প্রতিক)।
রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুৃঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, এলজিইডি রূপগঞ্জ উপজেলা প্রধান প্রকৌশলী জামাল উদ্দিন, রূপগঞ্জ থানা৷ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ।
এছাড়াও রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্চাসেবকলীগের সভাপতি প্রার্থী ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, ঠিকাদার হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল,পরিষদ সদস্য আনছর আলী, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম চৌধুরী অপু, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহমতুল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ,সাধারণ সম্পাদক আরিফ খান জয় প্রমূখ।