আর্কাইভ থেকে ক্রিকেট

টেস্ট ক্রিকেটকে বিদায়ের সময় জানালেন ওয়ার্নার

এক যুগের বেশি সময়ের টেস্ট ক্যারিয়ার থেকে অবসর নিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। আগামী বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে সিডনিতে টেস্ট সিরিজ আছে অস্ট্রেলিয়ার। সেই সিরিজের পাঁচদিনের ক্রিকেটে শেষ ম্যাচ হতে চলেছে এই অজি ওপেনারের। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

ওয়ার্নার বলেন, 'আমি সবসময় বলে এসেছি ২০২৪ বিশ্বকাপেই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে। এমনটাই সম্ভবত নিজের এবং পরিবারের কাছে আমার পাওনা। আমি যদি এখানে রান করতে পারি এবং অস্ট্রেলিয়ায় ভালো খেলি, তাহলে আমি ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট) সিরিজে আর খেলব না।'

তিনি আরও বলেন, 'যদি এখানে ভালো খেলি (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাশেজ) এবং পাকিস্তান সিরিজে খেলতে পারি,তখনই ক্যারিয়ারের ইতি টানবো।'

দেশের হয়ে ১০৩টি টেস্ট খেলে ৮১৫৮ রান করেছেন ৩৬ বছর বয়সী ওয়ার্নার। ২০১১ সালের ডিসেম্বরে টেস্টে অভিষেক হয় বাঁহাতি এই ওপেনারের। গুঞ্জন আছে,  চলতি বছর বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নিয়ে শুধু টি-টোয়েন্টিতে মনোযোগী হবেন।  ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সব ধরনের ক্রিকেট থেকে তিনি অবসর নিতে পারেন বলেও মনে করে হচ্ছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন