আর্কাইভ থেকে বাংলাদেশ

দুর্গম এলাকায় করোনা টিকা পৌঁছে দিচ্ছে ড্রোন

ভারতের মহারাষ্ট্রের দুর্গম এলাকায় ড্রোনের সাহায্যে পৌঁছে দেয়া হচ্ছে করোনা ভ্যাকসিন। 

শুক্রবার (১৭ ডিসেম্বর) ৩০০ করোনা ভ্যাকসিন পৌছে দেয়ার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় জেলা প্রশাসক। 

জহর গ্রাম থেকে জেপ গ্রামের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। যেখানে পৌছাতে সময় প্রয়োজন হয় ৪০ মিনিট সেখানে ড্রোনের সাহায্যে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে টিকা পৌঁছে দেয়া হয় মাত্র ৯ মিনিটে।

পালগড় জেলা কালেক্টর ড. মানিক গুরসাল জানান, গত বৃহস্পতিবার জেলায় প্রথমবার পরীক্ষামূলকভাবে ড্রোনের সাহায্যে ভ্যাকসিন পাঠানো হয়েছে।

জেলার স্বাস্থ্য কর্মকর্তা ড. দয়ানন্দ জানান, এর মাধ্যমে করোনার টিকা দুর্গম অঞ্চলের মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে টিকা নিয়ে মানুষের মনে যে ভুল ধারণা রয়েছে তাও লাঘব করা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন