আর্কাইভ থেকে এশিয়া

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আট শিশুসহ ১০ জন নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৮ শিশু সন্তানসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে সুবাং জায়ার কাছে এলিট হাইওয়েতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রেলার লরি এবং তিনটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। 

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, যে গাড়িটিকে লরি আঘাত করেছে তাতে ৮ শিশুসহ ১০ জন লোক ছিলেন।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক নোরাজাম খামিস জানান, নিহত ১০ জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী; অন্য আটজন শিশু।শিশুদের মধ্যে পাঁচজন ছেলে ও তিনজন মেয়ে। 

নোরাজাম জানান, নিহতদের একজনের নাম নুরুল নাজিয়াহ বুয়ং (৩৭), নিহত আট শিশু তার সন্তান। বাকিজনের নাম মোহাম্মদ রাহিমি বিন রোলেক্স (২৭), তিনি পেশায় মেকানিক। নিহত শিশুদের বয়স যথাক্রমে ১০ মাস, ৩ বছর, ৭ বছর, ৯ বছর, ১০ বছর, ১২ বছর, ১৬ বছর এবং ১৭ বছর। 

মরদেহগুলো শাহ আলম হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন