আর্কাইভ থেকে বিএনপি

বাংলাদেশে অনেক বিনিয়োগ থাকায় জাপান উদ্বিগ্ন: আমির খসরু

বাংলাদেশে জাপানের অনেক বিনিয়োগ থাকায় উদ্বেগের মধ্যে আছেন তারা। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৪ জুন) সকালে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, আগামী নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতির বিষয়ে কথা হয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে বিদেশিরা উদ্বেগ প্রকাশ করছে।

তিনি বলেন, বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন নিয়ে জাপানসহ সবাই কনসার্ন রয়েছে। এছাড়াও নির্বাচনকালীন দেশের পরিস্থিতি কেমন থাকবে সেটা বোঝার চেষ্টা করছেন তারা। বাংলাদেশে জাপানের অনেক বিনিয়োগ থাকায় উদ্বেগের মধ্যে আছেন তারা।

এ সময় ইওয়ামা কিমিনোরির সাথে দেড় ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সম্পর্কিত আরও পড়ুন