আর্কাইভ থেকে এশিয়া

ভারতের ট্রেন দুর্ঘটনার কারণ জানালেন রেলমন্ত্রী

ভারতের ওড়িশায় গেলো শুক্রবার সন্ধ্যায় ঘটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ভুল সিগন্যালের কারণে হয়েছে। সেখানে থাকা ইলেকট্রনিক সিগন্যালের ত্রুটির কারণেই ৩০০ মানুষের প্রাণ গেছে। জানিয়েছেন রেলমন্ত্রী অশিনি বৈষ্ণ।

রোববার (৪ জুন) গণমাধ্যমে এ তথ্য জানান তিনি।

দুর্ঘটনার কারণ সম্পর্কে মন্ত্রী সাংবাদিকদের বলেছেন, এটি পয়েন্ট মেশিন, ইলেকট্রনিক ইন্টারলকিং। যে পরিবর্তন ইলেকট্রনিক ইন্টারলিংকের সময় হয়েছিল, সে কারণেই দুর্ঘটনা ঘটেছে। কে সিগন্যাল দিয়ে আবার বন্ধ করে দিয়েছে এবং এটির পেছনের কারণ কী সেটি তদন্তের পর বেরিয়ে আসবে।

তিনি আরও বলেছেন, ভয়াবহ এ দুর্ঘটনার আসল কারণ চিহ্নিত করা হয়েছে। আমি বিস্তারিততে যাব না। তদন্ত প্রতিবেদন আসুক। আমি শুধু বলব আসল কারণ এবং কারা দায়ী সেটি চিহ্নিত হয়েছে।’

প্রসঙ্গত, রেললাইনের ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের পয়েন্ট মেশিন। এই মেশিনেই ত্রুটির কারণে ভারতে ঝরেছে প্রায় ৩০০ মানুষের প্রাণ। এদিকে শুক্রবার রাতে দুর্ঘটনা ঘটার পর আহত ও নিহতদের উদ্ধারে ১৮ ঘণ্টা উদ্ধার অভিযান চলে। এখন রেললাইন পরিষ্কার ও ক্ষতিগ্রস্ত বগিগুলো সরানোর কাজ চলছে।

উল্লেখ্য, ভারতের নয়াদিল্লিতে ১৯৯৫ সালে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৩৫৮ জন নিহত হন। যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় রেল দুর্ঘটনা। এছাড়া ২০১৬ সালে ইন্দোর ও পাটনা শহরের মাঝামাঝি একটি জায়গায় ট্রেন লাইনচ্যুত হয়ে ১৪৬ জন মারা যান।  সূত্র: এনডিটিভি, দ্য গার্ডিয়ান

এএম

এ সম্পর্কিত আরও পড়ুন